প্রকাশিত: Tue, Jan 31, 2023 4:00 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:12 PM

আইএমএফ ঋণ অনুমোদন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ: অর্থমন্ত্রী

খালিদ আহমেদ: বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দেয়া বিষয়টি অনুমোদন করায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ ঋণ অনুমোদনের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে, আমাদের সামষ্টিক অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ ঋণ অনুমোদন করায় প্রমাণিত হলো, আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিতের উপর দাঁড়িয়ে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো। তিনি আরও বলেন, অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে আইএমএফ হয়তো বা আমাদের এ ঋণ দেবে না। তারা ভেবেছিল আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো দুর্বল, তাই আইএমএফ এ ঋণ দেয়া থেকে বিরত থাকবে।

মন্ত্রী বলেন, আমরা অবশ্যই আইএমএফের প্রতি এ ঋণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ এবং মিশন প্রধান রাহুল আনন্দসহ এ ঋণের বিষয়ে যা বাংলাদেশ সফর করেছিলেন তাদের প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এছাড়া অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা এ ঋণ প্রোগ্রাম নিয়ে কাজ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্পাদনা: মোশাররফ